সোমবার এ বাজারের প্রধান
সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট
হয়েছে।
এদিন ১ হাজার ২০৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের
দিন লেনদেন হয় ৯৭২ কোটি ৫৪ লাখ টাকা।
সোমবারের লেনদেনের পরিমাণ গত ৮২ দিনের মধ্যেএ সর্বোচ্চ। এর
আগে গত ১৬ ফেব্রুয়ারি ১ হাজার ২১৩ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়।
ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির
শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ৭৭টির কমেছে এবং ৬১টির
দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার
৪৫৪ দশমিক ১৪ পয়েন্ট হয়েছে।
আর ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৪৪৯ দশমিক ৪০ পয়েন্ট।