নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগে গত রোববার সিটির ৫-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন দিয়াস। পেশীর চোটের কারণে বিরতির সময় তাকে তুলে নেন পেপ গুয়ার্দিওলা।
স্টোনস ও ওয়াকার চোট পান চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে। ওই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরেছিলেন ওয়াকার।
নিউক্যাসল ম্যাচের পর সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা নিশ্চিত করেন, চলতি মৌসুমে আর দেখা যাবে না এই তিনজনকে, “প্রাক-মৌসুম প্রস্তুতিতে হয়ত তাদের পাওয়া যাবে।”
৩৫ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে লিভারপুল।
নিজেদের শেষ তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই শিরোপা ধরে রাখবে গুয়ার্দিওলার দল।
পরের তিন ম্যাচে সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা।