লিগ ওয়ানে গত রোববারের ম্যাচে তোয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। ২৫ মিনিটে দুই গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ও পরে গোল হজম করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের শীর্ষ লিগের চ্যাম্পিয়নরা।
লিগের শিরোপা নিশ্চিত করার পর আগের ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পিএসজি।
এই নিয়ে লিগ ওয়ানে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল পিএসজি। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বার এই অভিজ্ঞতা হলো তাদের। ২০১৯ সালের এপ্রিলে লিগে টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি তারা, সেবারও তিনটি ম্যাচই ছিল ড্র।
পচেত্তিনো মনে করেন, বেশ আগেই লিগ জেতা নিশ্চিত হয়ে যাওয়ায় লড়াকু মানসিকতার ঘাটতি দেখা দিয়েছে তার দলে।
“আমরা ম্যাচটি ভালোভাবে শুরু করেছিলাম, তারপর আমরা দুটি ভুলের মাশুল দিয়েছি দুটি গোল হজম করে। আমি মনে করি, আমরা তোয়ার চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলাম।”
“আজ (রোববার) রাতে আমাদের একটু বেশি ভাগ্যের ছোঁয়া প্রাপ্য ছিল। আমরা হয়তো (লিগ ওয়ানের) প্রতিযোগিতার রোমাঞ্চ মিস করেছি। উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়নশিপ জেতা, তা হয়ে গেছে। এখন আমাদের প্রতিযোগিতাকে সম্মান করতে হবে এবং আমি মনে করি আমরা তা করেছি।”
৩৬ ম্যাচে ২৪ জয় ও ৮ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে মার্সেই।