ক্যাটাগরি

কুমিল্লায় বাসচাপায় ২ পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার
আটগ্রামে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. কাউছার আহমেদ
জানান।

নিহতরা হলেন, আটগ্রামের আবদুল খালেকের
ছেলে রিন্টু মিয়া (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন মিয়া (৩২)।

স্থানীয়দের বরাতে এসআই কাউছার বলেন,
ঢাকাগামী একটি বাস আটগ্রামে পৌঁছালে হঠাৎ একটি মোটরসাইকেল সামনে পড়ে। এ সময় মোটরসাইকেলের
আরোহীদেরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে হেঁটে যাওয়া তিন পথচারীকে
চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

“সেখান থেকে একজনকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তিনিও মারা
যান।”

আহত চৌধুরী মিয়া কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান এসআই।

এসআই কাউছার আহমেদ জানান, বাসটি
জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে গেছে বাসের চালক। তাকে আটক করার চেষ্টা চলছে।

এসআই বলেন, বাসটি মোটরসাইকেল আরোহীদের
বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসচালক
পালিয়ে গেছে; তাকে আটকের চেষ্টা চলছে।