এজাহারভুক্ত অপর দুই
আসামি লিটনের স্ত্রী জাহানারা ও সহযোগী টাইলস মিস্ত্রী তৌহিদও অধরা রয়েছেন।
গত শুক্রবার রাতে যশোর শহরতলীর বিরামপুর কালীতলায় হামলায় গুরুতর আহত হন
সাংবাদিক শিকদার খালিদ। তিনি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার মাথায় গুরুতর জখম
হয়েছে; একটি পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
যশোরের সাংবাদিক শিকদার খালিদ হামলায় আহত, গ্রেপ্তার ১
খালিদ যশোর থেকে প্রকাশিত
‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার বার্তা সম্পাদক। এছাড়া তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, একুশে
টেলিভিশন ও দেশ রূপান্তরের যশোর প্রতিনিধি।
স্থানীয় সাংবাদিক মিলন
রহমান জানান, সোমবার সকালে তিনি হাসপাতালে শিকদার খালিদকে দেখতে যান। কথা বলতে পারলেও
তার সুস্থ হতে সময় লাগবে। পায়ের হাড় ভেঙে যাওয়ায় টানা দিয়ে রাখা হয়েছে। মাথায় অনেকগুলো
সেলাই দিতে হয়েছে। মাথার ক্ষত শুকাতে সময় লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার
ওসি তাজুল ইসলাম জানান, সাংবাদিক শিকদার খালিদের উপর হামলার মামলাটি গুরুত্ব দিয়ে দেখা
হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় যশোর কোতোয়ালি
থানায় একটি মামলা হয়েছে। মামলায় হাঁস লিটন, তার স্ত্রী জাহানারা ও সহযোগী তৌহিদের নাম
উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ইতোমধ্যে সন্দেহভাজন
একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার নাম জানা যায়নি।