উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে সোমবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, সামনের সারিতে বসা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপির চেয়ারম্যান [আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত] আমাম হোসেন মিলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
ওসি মেহেদী আরও বলেন, কাউন্সিল শুরুর পরপরই দলের দুই অংশই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কিছু চেয়ার ভাংচুর হয়; আহত হয় অন্তত ২৫ জন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় কোনো দুর্ঘটনা ছাড়াই কাউন্সিল অধিবেশন আবার শুরু হয়।
এ বিষয়ে জিয়াউদ্দিন বিশ্বাস বলেন, ৮ বছর পর দলের উপজেলা কাউন্সিলে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অতিথি ছিলেন। সভাস্থলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দলের বহিষ্কৃত নেতা মিলু ও আয়ুব ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তাদের লোকজন মঞ্চের সামনের চেয়ার দখলের চেষ্টা করলে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে কাউন্সিল অধিবেশন কিছুক্ষণ বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হওয়ায় আবার কাউন্সিল অধিবেশন শুরু হয় বলে জানান জিয়াউদ্দিন।
সংঘর্ষের বিষয়টি জানতে আমাম হোসেনের মিলুর সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।