সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সফরে আসা সংস্থাটির
ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যানের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অনুরোধ জানান।
এসময় চ্যান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন
বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।
এ যাবৎ বাংলাদেশ সরকারকে ২৭ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে সংস্থাটি। মহামারীতেই বিভিন্ন
খাতে সহায়তা দিয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার।
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী
এসব সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী
বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে
এবং বিশেষ করে কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব উত্তরণে দ্রুততার সাথে বাংলাদেশকে সহায়তা
করেছে এডিবি।”
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ ফাতিমা ইয়াসমিন, এডিবির ডিজিএম মানমোহন প্রকাশ, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং
উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য
সাক্ষাৎ করেন শিজিন চ্যান। এ সময় সরকারের ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে এডিবিকে পাশে চান প্রধানমন্ত্রী।