ক্যাটাগরি

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল বৃহস্পতিবার রাতে সারাদেশে পবিত্র শবেবরাত পালিত হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে পবিত্র ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত কামনায় নিজ নিজ বাসস্থানে দোয়া ও নফল নামাজ আদায় করার মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে তারা উভয়েই করোনাভাইরাসের কারণে ঘরে বসেই ইবাদত বন্দেগী করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।

করোনাভাইরাসের কারণে এ বছর কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে নিজ নিজ ঘরে বসে এই পবিত্র রজনীতে ইবাদত-বন্দেগী করা এবং করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশেষ দোয়া করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়।

ইত্তেফাক/এমআর