উপজেলার মুন্সীগঞ্জ ক্লিনিকপাড়ায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান।
নিহত কামাল হোসেন (৬৫) মুন্সীগঞ্জ মাঝেরপাড়া এলাকার জাহান আলীর ছেলে। তিনি এলাকায় ঠিকাদারির কাজ করতেন।
পরিদর্শক বলেন, “স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামালকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে কামালের মৃত্যু হয়।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসানুল হক বলেন, “রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় কামাল নামের এক ব্যাক্তিকে হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা করে জানান যে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
“কামালেল শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার ডান কান দিয়ে রক্তপাত হচ্ছিল।”
পুলিশ কর্মকর্তা আলিম বলেন, “কামালের শরীরে আঘাত ও ছরিকাঘাতে জখমের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।