ক্যাটাগরি

থেমে গেল কিংবদন্তি শিবকুমার শর্মার সন্তুরের ঝঙ্কার

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই মারা যান কিংবদন্তি সন্তুরবাদক। ৮৪ বছর বয়সী শিবকুমারের কিডনিও
বিকল হয়ে গিয়েছিল।

আনন্দবাজার লিখেছে, উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্রটির আগে তেমন মর্যাদা ছিল না।
সেই যন্ত্রকে শাস্ত্রীয় সংগীতের মূল ধারায় প্রতিষ্ঠা দেওয়ার মূল কৃতিত্ব কাশ্মিরের সন্তান শিবকুমারের।

হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডের মূল ধারার সিনেমায় কালজয়ী কিছু সুর সৃষ্টি করেছেন শিবকুমার, যার মধ্যে অন্যতম ‘সিসসিলা’।

 

বিস্তারিত আসছে..