ক্যাটাগরি

সিরাজগঞ্জে সয়াবিন তেল মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাচলিয়া বাজারে এই অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান।

মাহমুদ বলেন, “তেল মজুদ রাখার খবরে উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারের ‘সততা স্টোরে’ অভিযান চালানো হয়। এ সময় মজুদ করা প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল ও প্রায় ১ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

“অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ করার অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং বোতলজাত ১ হাজার লিটার সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়।”

এছাড়া একই বাজারের ‘সাহা স্টোর’ ও ‘সিয়াম স্টোরে’ অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সয়াবিন তেল মজুদের পাশাপাশি তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে ক্রেতাদের বাধ্য করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে বলে জানান মাহমুদ।