ক্যাটাগরি

পুঠিয়ার পাঁচ গুদামে মজুদ ছিল ৯২ হাজার লিটার সয়াবিন

মঙ্গলবার বিকালে উপজেলার বানেশ্বর বাজারে অভিযান
চালিয়ে এই সয়াবিন তেল জব্দ করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারটি
গুদামে অভিযান চালিয়ে মোট ৪৫৪টি ড্রাম উদ্ধার করা হয়। এসব ড্রামে মোট ৯২ হাজার ৬১৬
লিটার সয়াবিন তেল রয়েছে।”

এর মধ্যে সরকার অ্যান্ড সন্সের গুদামে ৭৪ ড্রাম,
সেই গুদামের সামনে দাঁড়ানো ট্রাকে ৬০ ড্রাম, এন্তাজ স্টোরের গুদামে ১৪২ ড্রাম,
মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের গুদামে ১০৩ ড্রাম ও রিয়া স্টোরের গোডাউনে ৭৫
ড্রাম তেল জব্দ করা হয়। প্রতি ড্রামে রয়েছে ২০৪ লিটার তেল।

“সবাই তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি
করেছিল।”

ইফতে খায়ের আলম আরও বলেন, গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে
মামলা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সোমবার জেলার বাগমারা উপজেলার তাহেরপুর
বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ২৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা
আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

রাজশাহীতে ব্যবসায়ীর গুদামে ২৭ হাজার লিটার তেল