ইরাকের সুলায়মানিয়াহয় এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে যায় বাংলাদেশ।
একই দিনে তিনটি ব্রোঞ্জও পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে স্বাগতিক ইরাককে ১৯০-১৭৭ স্কোরে হারায় শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাসে গড়া দল।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়) ১৫২-১৪১ স্কোরে ইরাককে হারিয়ে জিতে ব্রোঞ্জ।
কম্পাউন্ড মহিলা এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্যামলী ১৪০-১৩৪ স্কোরে জিতেন স্বদেশি সুমাকে।
বুধবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ ডিভিশনে ৩টি গোল্ড মেডেল ম্যাচে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। ম্যাচগুলো যথাক্রমে রিকার্ভ মহিলা দলগত, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ পুরুষ একক ইভেন্ট।