ক্যাটাগরি

উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ২৬ কোম্পানি

শিল্প মন্ত্রণালয় ২০২০ সালের পুরস্কারের জন্য নির্বাচিত এসব কোম্পানির নাম ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে।

পাঁচ ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দেওয়া হচ্ছে এবার।

এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম জানান, পুরস্কার বিতরণের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

রোববার প্রকাশিত গেজেটে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত্ব শিল্প- এ পাঁচ ক্যাটাগরিতে খাত ও উপখাতভিত্তিক ২৬টি কোম্পানির নাম ঘোষণা করা হয়।

কোম্পানিগুলো হল-

বৃহৎ  শিল্প

>> খাদ্য শিল্প: ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড

>> ইস্পাত ও প্রকৌশল: ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড, রানার অটোমোবাইলস লিমিটেড

>> টেক্সটাইল ও তৈরি পোশাক: এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইলস অ্যান্ড হোসিয়ারি মিলস ও করণী নিট কম্পোজিট লিমিটেড

>> সেবা: নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মীর টেলিকম লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড

>> তথ্যপ্রযুক্তি: সার্ভিস ইঞ্জিন লিমিটেড

>> রসায়ন: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার টয়েল্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প

>> ইস্পাত ও প্রকৌশল: সিলভান টেকনোলজিস লিমিটেড

>> টেক্সটাইল ও তৈরি পোশাক: মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স এক্সেসরিজ লিমিটেড

>> তথ্যপ্রযুক্তি: মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড

>> রসায়ন: বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড

ক্ষুদ্র শিল্প

>> আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড

মাইক্রো শিল্প

>> সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড

রাষ্ট্রায়ত্ত শিল্প

>> ইস্টার্ন টিউবস লিমিটেড।