শনিবার
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস
উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইমরান আহমেদ
বলেন, “দক্ষতা ও সচেতনতার অভাবে অনেক সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার
ঘটনা ঘটে থাকে। মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে
সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর সদা তৎপর।”
দক্ষতা
ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন,
“যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।
বিদ্যমান শ্রমবাজার ধরে রাখাসহ নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে।”
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী
কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।