ক্যাটাগরি

‘উন্নয়ন প্রচারে’ প্রবাসীদের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বলেন, “বাংলাদেশকে আবারও পিছিয়ে নিতে এ প্রবাসেও নানামুখী ষড়যন্ত্র চলছে। একাত্তরের পরাজিত শত্রুদের আন্তর্জাতিক মুরুব্বিরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কমীদের অতন্দ্র প্রহরির ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

“বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে হবে। মিথ্যাচার রুখে দিতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করাই হচ্ছে এ সময়ের বড় হাতিয়ার। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের মিডিয়া জরুরি হয়ে পড়েছে।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে যৌথভাবে সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদে তথ্য ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির অন্যতম সদস্য নুরুল আমিন রুহুল, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী জাহাঙ্গির আলম, কনসাল জেনারেল মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্বে এম ওয়াজেদ মিয়ার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!