ক্যাটাগরি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার
রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আনোয়ার
হোসেন (২০) একটি সিগারেট কোম্পানির ভ্যানচালক। তার বাড়ি ফেনীতে। থাকেন নগরীর সরাইপাড়া
এলাকায়। তাকে ছুরিকাঘাতকারী যুবকও একই প্রতিষ্ঠানের ভ্যানচালক বলে
অভিযোগ করা হয়েছে।

পাহাড়তলী
থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারসহ ওই প্রতিষ্ঠানের ভ্যানচালকরা
সবাই কাজ শেষে সাগরিকা রোডে এসে গল্প করেন। তাদেরই একজন তাকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছেন আনোয়ারের অপর
এক সহকর্মী।

আনোয়ারের
সাথে থাকা ওই সহকর্মীর বরাত দিয়ে পরিদর্শক রাশেদুল বলেন, “আনোয়ারকে
টেলিফোন করে আজ সাগরিকা রোডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাবার পর রনি আনোয়ারকে ছুরিকাঘাত
করে।”

আহত আনোয়ারকে
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“সহকর্মীরা জানিয়েছেন,
কয়েক দিন ধরে রনির সাথে আনোয়ারের বিরোধ চলছিল। তবে কী নিয়ে বিরোধ
সেটি জানা যায়নি,” বলেন পরিদর্শক রাশেদুল।