ক্যাটাগরি

সিআরবিতে না হলে হাসপাতাল কোথায়? সংসদীয় কমিটিতে বিকল্প নিয়ে আলোচনা

যদি হাসপাতাল সিআরবিতে না হয়, সেক্ষেত্রে কোথায় হতে পারে তা নিয়েও কথা হয়েছে বৈঠকে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় রেলওয়ের বন্ধ হয়ে যাওয়া যক্ষা হাসপাতাল এলাকায় হাসপাতালটি হতে পারে বলে মত এসেছে সেখানে।

অন্যদিকে সংসদীয় কমিটিতে এই আলোচনাকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার ঢাকায় সংসদীয় কমিটির সভায় সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের বিকল্প স্থান নিয়ে আলোচনা তোলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিআরবিতে হাসপাতাল প্রকল্প হচ্ছে পিপিপির আওতায়। এটিসহ বিভিন্ন প্রকল্প কেন হচ্ছে না তা নিয়ে সংসদীয় কমিটির সভায় জানতে চাওয়া হয়েছিল। এটি আলাদা কোনো এজেন্ডা হিসেবে আলোচনা হয়নি।

“চট্টগ্রামের জন্য হাসপাতাল দরকার। এটি যদি চট্টগ্রামের সিআরবি এলাকায় না হয়, তাহলে অন্য কোনো জায়গায় হতে পারে। চট্টগ্রামের স্বার্থে এটি হতে হবে। সে কারণে কুমিরা এলাকায় রেলের জমিতে করার কথা তুলেছি।”

কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত যক্ষা হাসপাতালের জায়গায় সিআরবির প্রস্তাবিত হাসপাতালটি করা যায় কি না, সেই আলোচনা আসছে এখন

কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত যক্ষা হাসপাতালের জায়গায় সিআরবির প্রস্তাবিত হাসপাতালটি করা যায় কি না, সেই আলোচনা আসছে এখন

পিপিপির আওতায় হাসপাতাল প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে ফজলে করিম চৌধুরী বলেন, “এখানে ৫০০ শয্যার হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সস্টিটিউট হবে। সুতরাং চট্টগ্রামবাসীর জন্য এটি গুরুত্বপূর্ণ। সংসদীয় কমিটিতে আলোচনা করেছি, সভায় রেকর্ড হয়েছে।”

পূর্ব রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কুমিরা রেল স্টেশনের কাছে যক্ষা হাসপাতালটি প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সিআরবির বদলে সেখানেই রেলের প্রায় ১৩ একর জমিতে পিপিপি’র আওতায় হাসপাতাল হতে পারে বলে এখন আলোচনা হচ্ছে।

“বিকল্প প্রস্তাব যদি আসেও, এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এতদিন তো কর্তৃপক্ষ সিআরবি এলাকাতেই হাসপাতাল করার সিদ্ধান্তে অনড় ছিল। এখন অন্তত বিকল্পের আলোচনা এসেছে। এটা ভালো দিক।”

চট্টগ্রাম নগরীর ‘ফুসফুস’ হিসেবে পরিচিতি পাওয়া ঐতিহ্যবাহী সিআরবিতে পিপিপি প্রকল্পের আওতায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি করে রেলওয়ে।

গত বছরের জুলাই মাসে প্রকল্প এলাকার জমি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়।

চট্টগ্রাম শহরের সিআরবিতে হাসপাতালের প্রস্তাবিত স্থান

চট্টগ্রাম শহরের সিআরবিতে হাসপাতালের প্রস্তাবিত স্থান

গত ১০ মাস ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নাগরিক সমাজ, চট্টগ্রামের আহ্বায়ক সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম শহরে এখন কোনো উন্মুক্ত স্থান নেই বললেই চলে। ঢাকায় অনেক উদ্যান আছে, চট্টগ্রামে তাও নেই। একমাত্র বড় উন্মুক্ত স্থান এখন সিআরবি।”

বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী শতবর্ষী বৃক্ষ শোভিত সিআরবিকে রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানোর কথাও তিনি বলেন।

সংসদীয় কমিটিতে বিকল্প নিয়ে আলোচনার খবরকে স্বাগত জানিয়ে অনুপম সেন বলেন, কুমিরায় রেলের পরিত্যক্ত হাসপাতালের জমিতে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প হলে ‘ভালোই হবে’।

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটাও এক ধরনের অগ্রগতি। সংসদীয় কমিটিতে আলোচনা হওয়ায় আমরা আশাবাদী, সিআরবি রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় জনস্বার্থ বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”

আরও পড়ুন:


সিআরবিতে হাসপাতাল প্রকল্প, বিরোধিতা নানা প্রশ্নে
 


‘সিআরবিতে হাসপাতাল নয়’
 


সিআরবির হাসপাতাল প্রকল্প ঘুরে এলেন আওয়ামী লীগ নেতারা
 


সিআরবিতে অনুমোদনহীন স্থাপনা নির্মাণে ব্যবস্থা: সিডিএ
 


সিআরবি ‘সংরক্ষিত এলাকা’, হাসপাতালের অনুমোদন ‘দেবে না’ সিডিএ
 


হাসপাতাল প্রকল্পটি সিআরবি থেকে সরাতে রেলমন্ত্রীকে চিঠি
 


সিআরবিতে হাসপাতালের বিরোধিতায় মেয়র রেজাউলও
 


সিআরবিতে হাসপাতাল হতে দেবেন না বঙ্গবন্ধুকন্যা, আশা অনুপম সেনের
 


সিআরবি থেকে হাসপাতালে সরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মোশাররফ


জনপ্রতিনিধিরা না চাইলে সিআরবিতে হাসপাতাল ‘নয়’: রেলমন্ত্রী