ক্যাটাগরি

মানিকগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার জোকার
এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টায় সেলফি পরিবহন  ও সেবা গ্রিন লাইন পরিবহনের বাসের মধ্যে এই
সংঘর্ষের ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দুটি
গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা
হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে
প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়
বলে ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দীন আহমেদ বিপ্লব জানান।