ক্যাটাগরি

সুস্মিতা আনিসের গানের ভিডিও ‘এক বিকেলে’

গত ২৮
এপ্রিল সুস্মিতা আনিসের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গানটির
কথা লিখেছেন কলকাতার গীতিকার, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়; সুর ও সংগীত করেছেন ভারতীয়
সুরকার ইন্দ্রদীপ দাসগুপ্ত।

মিউজিক
ভিডিওটির মূল চরিত্রের অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও অভিনেতা শরিফুল
ইসলাম রাজ।

নিউ মিউজিক
প্যারাডাইম কোম্পানির ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ।

রাজশাহীর
পুঠিয়া রাজবাড়ীতে গানের দৃশ্যধারণ করা হয়েছে। এতে রাজকুমারী ও রাজকুমারের প্রেম, যুদ্ধ
ও সাহসের গল্প যেখানে চিত্রিত হয়েছে।