ক্যাটাগরি

বড় পতনে ডিএসইতে সূচক কমল ৭৩ পয়েন্ট

আগের দিনের শেষ ঘণ্টায় শেয়ারদর কমতে শুরু হওয়ার ধারা সপ্তাহের
চতুর্থ দিন বুধবারও বজায় থাকায় এদিন লেনদেন হওয়া সিংহভাগ শেয়ারই
দর হারায়।

ডিএসইতে মোট লেনদেনে আসা ৩৭৯টি
কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটরে মধ্যে এদিন ৩২৩টির
শেয়ারদর কমে। এর বিপরীতে বেড়েছে মাত্র ৩৫টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। দিনের বিভিন্ন সময়ে অনেক শেয়ারই সার্কিট ব্রেকার
নির্ধারিত সর্বনিম্ন দরে লেনদেন হতে দেখা যায়।

দিনশেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান
সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯১ দশমিক ৯৯ পয়েন্ট
হয়েছে।

ঢাকার বাজারে এদিন লেনদেনও কমে ১ হাজার ১৩৫ কোটি ৭১ লাখ টাকায় নেমেছে, যা আগের দিনের চেয়ে ৯
দশমিক ৭২ শতাংশ কম। মঙ্গলবার ১ হাজার ২৫৮ কোটি ৬ লাখ
টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার
৪৩৩ দশমিক ৪১ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ১৩ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪২০
দশমিক ৬৪ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

আরডি ফুড, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো লিঃ, জেএমআই
হসপিটাল, শাইনপুকুর
সিরামিকস, ফরচুন
সুজ, জেনেক্স
ইনফোসিস, আইপিডিসি, ইউনিক
হোটেল ও ইএইচএল।

দাম বাড়ার শীর্ষ ১০

বিডি ফাইন্যান্স, আরডি ফুড, এসিআই
ফরমুলেশন, বঙ্গজ
লিঃ, সিভিওপিআরএল, পদ্মা লাইফ, জিকিউ
বলপেন, আমান
ফিডস, যমুনা
অয়েল ও সোনারগাঁও টেক্সটাইল।

দর হারানো শীর্ষ ১০

এশিয়া ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, জেমীনি সি
ফুড, পেপার
প্রসেসিং, মনোস্পুল
পেপার, প্রগতি
ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, ইউনিক হোটেল, তমিজউদ্দিন টেক্সটাইল ও ইএইচএল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন
সূচক ও লেনদেন কমেছে।

এ বাজারে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল
ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪০টির দর বেড়েছে, ২৪৭টির কমেছে ও ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক
সিএএসপিআই ২০২ দশমিক ২৬ পয়েন্ট বা ১
দশমিক শূন্য ৩ শতাংশ কমে
হয়েছে ১৯ হাজার ৩২৯ দশমিক ৬৫ পয়েন্ট।

বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৪৫
দশমিক ৬৬ শতাংশ বা ২১ কোটি ৬৮ লাখ টাকা কমে ২৫ কোটি ৮০ লাখ টাকা হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।