বুধবার গুলশানে ব্যাংকটির কর্পোরেট অফিসে এ সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইউসিবি জানিয়েছে, অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মোস্তফা তারেক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, শাহ আলম ভূঁইয়া, মোহাম্মদ খোরশেদ আলম।