বুধবার নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার ধুমপাড়া সাগর তীর থেকে ১২ বছর বয়সী ইউসুফের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পতেঙ্গা হোসেন আহমদপাড়ার ইসমাইলের ছেলে ইউসুফ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্ল্যাহ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারনা ধূমপাড়া এলাকা থেকে ইউসুফের লাশ উদ্ধার করেন।
দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক আহমদ বলেন, “আসানির প্রভাবে গতকাল সাগর ছিল উত্তাল। বিকালে পতেঙ্গা এলাকায় সাগরে নেমে সেখানে নোঙর করা একটি জাহাজের বাইরে খেলছিল কয়েকজন শিশু-কিশোর।
“এ সময় তাদের মধ্যে একজন জাহাজের প্রপেলারে আটকে যায়। তাকে উদ্ধার করতে যায় ইউসুফ। ওই বন্ধুকে উদ্ধার করলেও পরে ঢেউয়ের তোড়ে ভেসে যায় ইউসুফ।”
ইউসুফের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।