বুধবার দুপুরে খুলনা
শিপইয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নৌযানগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের
কাছে হস্তান্তর করা হয়।
এসব নৌযানের মধ্যে
রয়েছে একটি ফ্লোটিং ক্রেন, দুটি টাগ বোট ও ছয়টি উচ্চ গতির বোট।
অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে
সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্রসম্পদের ভাণ্ডার বাংলাদেশের অধিকারে
এসেছে। এগুলো আহরণ ও সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা
বৃদ্ধিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
কোস্টগার্ডের জন্য
খুলনা শিপইয়ার্ড নির্মিত এসব নৌযান হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে
বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে
নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা
বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল
এম আনোয়ার হোসেন, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী
ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম সামছুল আজিজ উপস্থিত ছিলেন।