সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের
উত্তরকান্দি এলাকায় বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা গোয়েন্দা (ডিবি)
পুলিশের এসআই শরীফ আবদুল রশীদ (৪২), দুই এএসআই শফিউল বাশার (৩২) ও মো. সজীব (৩২)।
পরে অভিযান চালিয়ে ওই ইউপির ৫
নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর খানসহ চার জনকে আটক করে
পুলিশ।
ডিবি পুলিশের পরিদর্শক আল-মামুন
বলেন, পেয়ারপুর ইউপির সদস্য সবুর খান তার বাড়ির পাশের একটি ঘরে ইয়াবার একটি বড়
চালান রেখেছেন সংবাদ পেয়ে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় সবুর খান
স্থানীয়দের নিয়ে ভুয়া পুলিশ আখ্যা তাদের উপর হামলা করেন।
“পরে তাদের আটকে রেখে মারধর
করে। খবর পেয়ে ডিবি পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে
মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সবুর খানসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ।”
হামলার ঘটনায় মামলার প্রস্তুতি
চলছে বলে জানান আল-মামুন।