ক্যাটাগরি

ঘরে শাশুড়ির লাশ, হত্যা সন্দেহে আটক পুত্রবধূ

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান।

মৃত নাজনীন আক্তার (৫০) ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। 

এ ঘটনায় আটক লাবণ্য আক্তার (২১) নাজনীনের বড় ছেলে উজ্জ্বল হাওলাদারের স্ত্রী।

রঙ্গশ্রী ইউপি ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শামিম হাওলাদার বলেন, “নাজনীনের দুই ছেলে উজ্জ্বল হাওলাদার ও রাজু হাওলাদার চাকরির কারণে ঢাকায় থাকেন। আর উজ্জ্বলের স্ত্রী শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন। এবারের ঈদে দুই ভাই বাড়িতে আসে এবং ছুটি কাটিয়ে মঙ্গলবার আবার ঢাকায় ফিরে যায়।  

“পরদিন রাত ১০টার দিকে উজ্জ্বল তার মায়ের মোবাইল ফোনে কয়েকবার ফোন করেন। কিন্তু তিনি ফোন না ধরায় উজ্জ্বল তার চাচা কালাম হাওলাদারকে মায়ের খোঁজ নিতে বলেন। পরে তিনি নাজনীনের বাড়ি গিয়ে ঘরের সামনের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা দেখতে পান।”

পরে ওই পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তিনি রক্তাক্ত অবস্থায় নাজনীনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বলে জানান কালাম।

ওসি বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে নাজনীনের সঙ্গে লাবণ্যর দ্বন্দ্ব চলছিল। তাই এ ঘটনায় জড়িত সন্দেহে রাত পৌনে ১২টার দিকে লাবণ্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।