ক্যাটাগরি

নেত্রকোণায় বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংর্ঘষে নিহত ১

বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান।

নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামের প্রভুদ দত্তের ছেলে।

আহতরা হলেন- সাগর দত্ত (২৫), তৃপ্তি রানী (৩৫), চায়না রানী দত্ত (৪০), রঞ্জিত দত্ত। বাকি তিজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরিদর্শক মাহাবুবুর বলেন, “বাবুলের বাড়ির আঙ্গিনা দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানির ঢল যায়। এই পানির নিষ্কাশন নিয়ে বুধবার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাবুল বল্লমের আঘাতে গুরুতর আহত হন।

“স্থানীয়রা আহত অবস্থায় বাবুলকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা  তাকে  মৃত ঘোষণা করেন।”

বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।