নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে আদলতের এপিপি জাসমীন আহমেদ জানান।
২০১৪ সালের ২৭ এপ্রিল সাতজনকে হত্যার মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। পরে উচ্চ আদালত ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে।
নূর হোসেন নারায়ণগঞ্জ সিটির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
খালাস পাওয়া অন্যরা হলেন নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান নামে এক ব্যক্তি।
এপিপি জাসমীন বলেন, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের শীমরাইল এলাকার সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি চাঁদাবাজির মামলা করেন নূর হোসেন ও তার ভাই-ভাতিজাসহ আটজনের বিরুদ্ধে। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটজনের সাক্ষ্য শেষে আদালত চারজনকেই খালাস দিয়েছে।
রায় ঘোষণার সময় নূর হোসেন আদালতে ছিলেন। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় তাকে। হাজির করা হয় তার তিন আসামিকেও। পরে আবার পুলিশ নূর হোসেনকে কাশিমপুরে নিয়ে যায়।