ক্যাটাগরি

‘অতিরিক্ত ভাড়া না দেওয়ায়’ যাত্রীকে হত্যা, ইজিবাইক চালক গ্রেপ্তার

গত ৫ মে জেলার সিরাজদিখান থানার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি ব্রিজের ঢালে গন্তব্যে পৌঁছানোর পর ইজিবাইকের চালক জাকির হোসেন চুক্তির বাইরে অতিরিক্ত ভাড়া চাইলে তা দিতে অস্বীকৃতি জানান মো. আলী হোসেন দেওয়ান (৫২) নামের ওই যাত্রী।

এ নিয়ে কথা কাটাকাটির জেরে চালক জাকির হোসেন ওই যাত্রীকে বেধড়ক পেটান এবং পরে হাসপাতলে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

ঘটনার পরদিন ৬ মে নিহতের স্ত্রী মিনারা বেগম সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। এরপর হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি পুলিশের একটি দল বুধবার রাতে ইজিবাইক চালক জাকির হোসেনকে কুমিল্লা জেলার দাউদকান্দি নইয়ার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ঘটনার দিন ইছাপুরা চৌরাস্তা থেকে জাকির হোসেনের ইজিবাইক রিজার্ভ করে লালবাড়ি ব্রিজের ঢালে পৌঁছে চুক্তি অনুযায়ী ভাড়া দেন মো. আলী হোসেন দেওয়ান। এরপর চালক জাকির ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি করলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

“এক পর্যায়ে চালক জাকির হোসেন যাত্রী আলী হোসেন দেওয়ানকে কিল-ঘুষি মারতে থাকে এবং জাকিরের ডাকে আরেক মিশুকচালক সেখানে উপস্থিত হলে দুই চালক মিলে আবারও আলী হোসেনকে কিল-ঘুষি-লাথি মেরে পাশের নার্সারীর কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে দেয়।

“এতে আলী হোসেনের বুকে তারের কাঁটা বিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে চালক দুজন ঘটনাস্থল থেকে তাদের গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

এরপর স্থানীয়রা এসে গুরুতর আহত আলী হোসেন দেওয়ানকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার জাকির প্রায় আট বছর ধরে চালকের পেশায় জড়িত বলে মুক্তা ধর জানান।