ক্যাটাগরি

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমল ৭৮ পয়েন্ট

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৫২ পয়েন্ট কমেছে।
সব মিলিয়ে এই সপ্তাহে সূচক কমেছে ৭৮ পয়েন্ট।

দেশের প্রধান এ পুঁজিবাজারে সপ্তাহের শুরুতে সূচক ছিল ৬
হাজার ৬৪৩ পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেন শেষে তা হয়েছে ৬ হাজার ৫৬৫ দশমিক ৪৭ পয়েন্ট।

ঢাকার বাজারে এদিন ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল ১
হাজার ১৩৫ কোটি ৯১।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির
শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৯১টির দর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৪৮টির
দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার
৪৩২ দশমিক ১৭ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭২ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪০৬
দশমিক ৯২ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: জেএমআই
হসপিটাল, শাইনপুকুর সিরামিকস,
এসিআই ফরমুলেশন, বেক্সিমকো লিমিটেড, আরডি ফুড, ওরিয়ন
ফার্মা, স্যালভো কেমিক্যাল,
আইপিডিসি, ইএইচএল ও ইউনিক হোটেল।

দাম বাড়ার শীর্ষ ১০:
শাইনপুকুর সিরামিকস,
ফু-ওয়াং সিরামিকস, বিডি থাই ফুড, স্যালভো
কেমিক্যাল, ভিএএমএল আরবিবিএফ,
জেএমআই হসপিটাল, সানলাইফ ইন্সুরেন্স, নাহী
অ্যালুমিনিয়াম, তৌফিকা ফুড ও হামিদ ফেব্রিকস।

সবচেয়ে বেশি দর হারানো ১০: পেপার
প্রসেসিং, মনোস্পুল পেপার,
তমিজউদ্দিন টেক্সটাইল, জেমিনি সি ফুড,
এনআরবিসি ব্যাংক, সাভার রিফ্রেক্টরিজ,
মেঘনা পেট, প্রভাতী
ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স ও এশিয়া ইন্সুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন
সূচক কমলেও লেনদেন বেড়েছে।

এ বাজারে ২৯২টি কোম্পানির শেয়ার ও
মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬৮টির দর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক
সিএএসপিআই ৮১ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে হয়েছে ১৯ হাজার ২৪৮ দশমিক ৬১ পয়েন্ট।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেন আগের দিনের
তুলনায় ৪ কোটি ১৫ লাখ টাকা বেড়ে ২৯ কোটি ৯৫ লাখ টাকা হয়েছে। বুধবার
লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮০ লাখ টাকার
শেয়ার।