মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঞ্জুরুল হক জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জাহাঙ্গীর হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক মঞ্জুরুল বলেন, ঢাকামুখী মাইক্রোবাসটির চাকা হঠাৎ ফেটে যায়। পরে সেটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।