ক্যাটাগরি

মানিকগঞ্জে তেল পরিবেশককে এক লাখ টাকা জরিমানা

জেলা শহরের
দুধবাজারে শুক্রবার দুপুরে তীর তেলের পরিবেশক হরিপদ অ্যান্ড সন্সকে এ জরিমানা করা
হয় বলে জেলা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান।

পরে ১২০০
লিটার তেল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

আসাদুজ্জামান
বলেন, চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ না করে বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি
করা হচ্ছিল। অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা তেল ন্যায্য
মূল্যে বিক্রি করা হয়েছে। 

“কিছু অসাধু
ব্যবসায়ীর কারণে বাজারে বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে।“

গত চার দিনে
জেলার কয়েকটি বাজার থেকে সাড়ে তিন হাজার লিটার বোতলজাত তেল জব্দ করার পাশাপাশি জরিমানা
করা হয় বলে তিনি জানান।

অভিযানে
মানিকগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ ও আনসার সদস্যরা উপস্থিত
ছিলেন।