ক্যাটাগরি

রাজবাড়ীতে জমির বিরোধে হামলায় বৃদ্ধ নিহত, আটক ৩

শুক্রবার দুপুরে উপজেলার
ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার
মজুমদার জানান।

নিহত মান্নান ওরফে
মান্দু (৬৭) বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহত মান্দুর মেয়ে হামিদা, ছেলে
মিরাজ ও ভাতিজা রাজা মিয়া।

এ ঘটনায় তিনজনকে আটক
করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি স্বপন কুমার মজুমদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, সকালে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন
ও ইউপি সদস্য সালামসহ স্থানীয়রা নিহত মান্দুর শ্যালক আবেদ আলীর বিক্রি করা জমির সীমানা
নির্ধারণ করে দেন। তারা চলে যাওয়ার পর মান্দু তার জমিতে সীমানা পিলার বসাতে গেলে আবেদ
আলীর কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক একই এলাকার মৃত নুরালের ছেলে শামীমসহ ছয়-সাত জন বাধা
দেন।

“এ সময় মান্দুর সঙ্গে
কথাকাটাকাটির এক পর্যয়ে শামীম তার হাতে থাকা লোহার রড় দিয়ে মান্দুর মাথায় আঘাত করেন।
ওই সময় মান্দুর মেয়ে ও ছেলে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও মারপিট করেন শামীম।”

পরে স্থানীয়রা এগিয়ে
এসে শামীমসহ তার দলবল পালিয়ে যায়।

ওসি বলেন, মান্দুকে
উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার
সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সেই সাথে এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।