ক্যাটাগরি

দিল্লিতে আগুনে ২৬ জনের মৃত্যু

শুক্রবার বিকালে লাগা ওই আগুনে এখন পর্যন্ত ৫০ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা
হয়েছে বলে দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

রাজধানীর পশ্চিমে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে
ওই ভবনের আগুনে অন্তত ১২ জনের অসুস্থ হওয়ার এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর দিয়েছে
বিবিসি।

দিল্লি পুলিশ জানিয়েছে, মধ্যরাতেও আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

চারতলা ভবনটি বিভিন্ন কোম্পানি ভাড়া নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করত বলে বিবৃতিতে
জানায় পুলিশ।

বিবিসি জানায়, জানালার কাঁচ ভেঙে এবং রশি ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মী ও
পুলিশ ভবনটিতে আটকা পড়া মানুষদের উদ্ধার করেছে।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, রাজধানীর অদূরে স্টেশনের কাছে ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই তলায় সিসি ক্যামেরা প্রস্তুতকারক একটি কোম্পানির অফিস রয়েছে।

আগুন নেভাতে ৩০টির মত ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। 

টেলিভিশনের ছবিতে দেখা যায়, চারতলা ভবনটি থেকে আগুনের ধোয়ার কুন্ডলি পাকিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এর মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা উপর তলা থেকে আটকে পড়াদের সরিয়ে নিতে কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।