ক্যাটাগরি

মানিকগঞ্জে কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা, সহকর্মী গ্রেপ্তার  

সোমবার বিকালে উপজেলার
বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে একটি সেচ ঘরে তার লাশ পাওয়া যায়। 

নিহত আরিফ হোসেন জেলার
দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ঝিলিম কবিরাজের ছেলে।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ
আশরাফুল আলম বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করে
পুলিশ। পরে মরদেহ মানিকগঞ্জ
হাসাপতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি জানান, গত
বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলার দ্বিমুখা গ্রামের ইউসুফ আলী বোরো ধান কাটার জন্য
মানিকগঞ্জ শ্রমিক হাট থেকে দৌলতপুর উপজেলার আরিফ হোসেন, হৃদয় হোসেন ও বাবুলকে তাদের
বাড়ি নিয়ে যান।

“পূর্ব শত্রুতার জেরে শনিবার
দুপুর ১টার দিকে ইউনুছ আলীর গর্জনা গ্রামের পানি সেচ ঘরে ধান কাটার কাস্তে দিয়ে হৃদয়
হোসেন সহকর্মী আরিফ হোসেনকে জবাই করেছেন।”

প্রাথমিক জিজ্ঞাসাবাধে
হৃদয় হত্যার কথা স্বীকার করেছেন; এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও
জানান ওসি।