সোমবার দুপুরে নগরীর ইপিজেড
থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন (৩৩) গ্যাস
সিলিন্ডার বিক্রয়কারী একটি দোকানের ভ্যান চালক ছিলেন। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া
উপজেলায়।
ইপিজেড থানার এসআই আবু সাঈদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেভি হাসপাতালের বিপরীতে সিমেন্ট ক্রসিংয়ের দিকে
যাওয়া একটি লরি পেছন থেকে আল আমীনের রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা
যান।
“সিলিন্ডার ডেলিভারি দিয়ে
দোকানে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন আল আমীন।”
দুর্ঘটনার পরপর চালক পালিয়ে
গেলেও লরিটি পুলিশ জব্দ করেছে বলে জানান এসআই আবু সাঈদ।