সম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমান
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান।
তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান।
আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, মুসলিম-আমেরিকান ককাসের পরিচালক জুনায়েদ আক্তার ও ফ্লোরিডা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৯২ থেকে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থী হাসান জাহাঙ্গির। হাসান জাহাঙ্গির তার নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করেন।
সমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমান
সভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট সামিরা আব্বাস, সেক্রেটারি আতিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট আনোয়ার খান দীপু। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহির ও সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |