বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রাম থেকে রোববার রাত ৮টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।
মৃত নুরুন্নাহার (৩৫) ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ।
নুরুন্নাহারের ভাই নুরুল মোস্তফা জানান, আমার বোন ভোরে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেলকে ভাত রান্না করে দেন। রুবেল সাগরে মাছ ধরতে বের হয়ে যাওয়ার পরে নুরুন্নাহারও কাজে বের হয়ে যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তারা খোঁজ করতে বের হন।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্জন বাগানের পাহাড়ি এলাকায় নুরুন্নাহারের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, “ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ফলে এটা স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।