রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।
শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যু হলে পরদিন আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করে।
শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
তিনি আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।