ক্যাটাগরি

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল একজনের

রোববার সন্ধ্যায়
নগরীর লালদিঘী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির
জানান।

বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যায় লালদিঘী মাঠ সংলগ্ন জহুর হকার্স মার্কেট গেইটে ৩ নম্বর রুটের
একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাজুল ইসলামকে (৪০)
চাপা দেয়। এতে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপর
চালক গাড়ি ফেলে পালিয়ে যায় জানিয়ে
ওসি বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে।

নিহত তাজুল
মাস্টার রোলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন বলে
ডেপুটি জেলার মনির হোসেন জানান।