রোববার
সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে খালিয়াজুরী থানা পুলিশ মেয়েটির
লাশ উদ্ধার করে।
নিহত সাহিদা
আক্তার (৫) কুতুবপুর গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে।
এ বিষয়ে
খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা
হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও
বলেন, মো. দিলু মিয়ার সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
এর জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের
জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে
বলে জানান ওসি মুজিবুর।