আর্জেন্টিনার রোসারিওতে রোলনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রোলন ও তার ৩০ বছর বয়সী ভাই এরিয়েল মারা যান।
বার্সেলোনা রোববার টুইটারে রোলনের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। সমবেদনা জানিয়েছে তার পরিবারের প্রতি।
মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন রোলন। ২০১০ থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত সেখানে ছিলেন তিনি।
ক্লাবের বয়সভিত্তিক সব দলে খেলে বার্সেলোনা ‘বি’ দলে সুযোগ পান রোলন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জেতেন লিগ ও উয়েফা যুব লিগ। ‘বি’ দলের হয়ে ২৪ ম্যাচ খেলে গোল করেন দুটি।
এরপর তিনি যোগ দেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। পরে আবার স্পেনে ফেরেন লুগোর হয়ে। এছাড়া আর্জেন্টিনা, একুয়েডর, চিলি ও ইরাকের ক্লাবের হয়েও খেলেছেন তিনি।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৫ সালে রোলন জেতেন দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ।