ক্যাটাগরি

মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামের পুলপাড়া এলাকায় সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান।

মৃত মেঘলা খাতুন (১৯) সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মুহিদুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় আহত মুহিদুল ও তার বন্ধু মোটর সাইকেল চালক আসাদুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “মুহিদুল তার সদ্য বিবাহিত স্ত্রী মেঘলাকে নিয়ে মুহিদুলের মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মেঘলার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ মেঘলার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি।