ক্যাটাগরি

এক মঞ্চে আসছে ৮ রক ব্যান্ড

শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল
কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ আয়োজনে মঞ্চে থাকবে আর্টসেল, ব্ল্যাক,
ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক ও মেকানিক্স।

আয়োজকরা জানান, জনপ্রিয়
ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

চার ক্যাটাগরির
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, ৬০০ টাকা, ৭০০ টাকা, ১২৫০ টাকা ও ২৫০০ টাকা।

অনলাইনে মিলবে এই ঠিকানায়:
www.getsetrock.com