রোববার ঢাকা সেনানিবাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ
পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, সেনাবাহিনী প্রধান
অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল
কুচকাওয়াজ করে এবং প্রধান অতিথিকে সালাম জানায়। পরে
সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা
উত্তোলন করেন।
মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজে অংশ নেয়
পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে তিনি দেশ মাতৃকার
যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত
থাকার এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে
উন্নতমানের সেবা দেওয়ার আহ্বান জানান।
আইএসপিআর জানায়, বঙ্গবন্ধুর
নির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে ৪ জন ডেন্টাল সার্জনকে নিয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়।
মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ক্রেস্ট উপহার দেন ডেন্টাল কোরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রব
কিন্তু
পরে দক্ষ জনবলের অভাব এবং প্রশাসনিক কারণে মিলিটারি ডেন্টাল সেন্টারগুলোকে
সিএমএইচ এর ডেন্টাল উইং হিসেবে একীভূত করা হয়।
২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে
২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল
কোরের নবযাত্রা শুরু হয়।
সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর।