ক্যাটাগরি

২০২০: ক্যামেরার চোখে মহামারীর বছর

ক্যালেন্ডারের পাতা ফুরোয়, বছর গড়ায়; বছরজুড়ে নানা ঘটনা ঘটে প্রতিবারই, তবে ২০২০ ছিল ভিন্ন; করোনাভাইরাস মহামারীকারে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ, যা সবাই ভুলেই যেতে চাইবে। আলোচিত সেই সব ঘটনা ছবির অ্যালবামে।

  • ১ জানুয়ারি ২০২০: বছরের প্রথম দিন প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যবই। দেশের সব স্কুলে এদিন ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭ কপি পাঠ্যবই।

  • ৫ জানুয়ারি ২০২০: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে এদিন সন্ধ্যায় কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষিত হন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পরপরই তিনি যেখানে আক্রান্ত সেখানে আলামত সংগ্রহে সিআইডি। এই ধর্ষণের একমাত্র আসামির যাবজ্জীন সাজা হয়েছে।

  • ৬ জানুয়ারি ২০২০: কুর্মিটোলায় সতীর্থ ধর্ষণের ঘটনার পরদিন শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

  • ১০ জানুয়ারি ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে ক্ষণগণনা শুরু হয় তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

  • ১৩ জানুয়ারি ২০২০: ক্যাসিনোকাণ্ডে পলাতক গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে সিআইডি।

  • ২০ জানুয়ারি ২০২০: তিন দশক আগে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যার মামলায় রায় শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে চট্টগ্রামের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

  • ২২ জানুয়ারি ২০২০: হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ বিজিএমইএ ভবন ভেঙে ফেলা শুরু হয়। তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সেই কাজ উদ্বোধন করেন।

  • ২৪ জানুয়ারি ২০২০: পাঁচ মাসের ব্যবধানে আবারও ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশন এলাকার চলন্তিকা বস্তি।

  • ৩১ জানুয়ারি ২০২০: নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উহানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফেরার জন্য উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

  • ১ ফেব্রুয়ারি ২০২০: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। প্রথমে ভোট দিতে গিয়ে তার আঙুলের ছাপ মেলেনি। পরে তিনি জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ব্যবহার করে ভোট দেন।

  • ৩ ফেব্রুয়ারি ২০২০: আশকোনার হজ ক্যাম্পের ছাদে যাদের দেখা যাচ্ছে, তারা চীনের উহান থেকে আসা বাংলাদেশি; করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশে আনার পর তাদের এখানে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

  • ৮ ফেব্রুয়ারি ২০২০: ভোররাতের আগুনে ছাই ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বস্তির কয়েকশ ঘর। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  • ৯ ফেব্রুয়ারি ২০২০: প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ভারতের উইকেট পড়ার সঙ্গে সঙ্গে টিএসসিতে উল্লাস।

  • ১২ ফেব্রুয়ারি ২০২০: বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা বেরিয়ে আসছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

  • ২৪ ফেব্রুয়ারি ২০২০: ব্যাপক আলোচিত শামীমা নূর পাপিয়া। নরসিংদী যুব মহিলা লীগের এই নেতাকে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর নেওয়া হয় আদালতে।

  • ২৫ ফেব্রুয়ারি ২০২০: ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের ১১৯/১ হোল্ডিংয়ে মমতাজ ভিলায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুক থেকে ২৬ কোটি টাকা উদ্ধার করে র‌্যাব।

  • ৩ মার্চ ২০২০: বুড়িগঙ্গা নদীর তীর দখল করে সংসদ সদস্য আসলামুল হকের গড়ে তোলা তেলের ডিপো ভেঙে দেয় বিআইডব্লিউটিএ।

  • ১৪ মার্চ ২০২০: ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে শতাধিক ব্যক্তি দেশে ফেরেন। আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে নেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

  • ১৪ মার্চ ২০২০: ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে শতাধিক ব্যক্তি দেশে ফেরেন। আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে নেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

  • ১৭ মার্চ ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানের আকাশে আতশবাজি।

  • ২৪ মার্চ ২০২০: করোনাভাইরাস মহামারীর কারণে সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছাড়তে শুরু করে মানুষ। আতঙ্কে ঘরে ফেরার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে।

  • ২৫ মার্চ ২০২০: দুর্নীতির দায়ে ২৫ মাস সাজা ভোগের পর ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

  • ২৫ মার্চ ২০২০: করোনাভাইরাসের সঙ্কটকালীন পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নামে সেনাবাহিনী; চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় টহলে এই সেনাসদস্যরা।

  • ২৫ মার্চ ২০২০: দলে দলে মানুষ পার হচ্ছে বাবুবাজার সেতু, নতুন করোনাভাইরাস আতঙ্কে ঢাকা ছাড়ার এই মিছিল।

  • ২৬ মার্চ ২০২০: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রায় সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এমন জনশূন্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

  • ২৬ মার্চ ২০২০: করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আকিজ গ্রুপ ঢাকার তেজগাঁওয়ে অস্থায়ী ভিত্তিতে একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিলে তার বিরোধিতায় বিক্ষোভে নামে এলাকাবাসী।

  • ২৬ মার্চ ২০২০: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে ছুটির প্রথম দিনে পুরান ঢাকার সদরঘাট এলাকায় যারা অহেতুক ঘুরে বেরিয়েছিলেন, তাদের কান ধরিয়ে উঠবস করায় পুলিশ।

  • ১ এপ্রিল ২০২০: করোনাভাইরাসের আতঙ্ক আর বিধিনিষেধে বদলে যায় সোয়া কোটি মানুষের শহর ঢাকা। যে সড়কগুলোতে দিনের ব্যস্ত সময়ে মানুষ আর যানবাহনের গাদাগাদিতে থাকে হাঁসফাঁস দশা, সেসব রাস্তাও হয়ে পড়ে সুনসান।

  • ৫ এপ্রিল ২০২০: এগারো বছর পর ঢাকার আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৭৭। করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে অবস্থানরত ২৬৪ জন ব্রিটিশ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে নিতে ওই উড়োজাহাজ এসেছিল।

  • ৫ এপ্রিল ২০২০: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে বন্ধ সড়ক যোগাযোগ। ঢাকার বিজয় সরণি এলাকায় নজরদারিতে পুলিশ চেক পোস্ট।

  • ৭ এপ্রিল ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। ১২ এপ্রিল তার ফাঁসি কার্যকর হয়।

  • ৮ এপ্রিল ২০২০: পুরান ঢাকার লালবাগে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর পর প্রায় সব গলি বন্ধ করে দেয় জনপ্রতিনিধিরা।

  • ৯ এপ্রিল ২০২০: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার শবে বরাতের রাত ছিল ভিন্ন। বায়তুল মোকাররম মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও কয়েকজন মসজিদের কর্মকর্তা একসঙ্গে এশার নামাজ পড়ার পর মসজিদ বন্ধ করে দেওয়া হয়।

  • ৯ এপ্রিল ২০২০: আাজিজুল ইসলাম একজন নিরাপত্তাকর্মী; করোনাভাইরাস সঙ্কটে গণপরিবহন বন্ধ থাকায় হেঁটেই যান অফিসে। বাসা হতে কাজে যাওয়ার মাঝে মাগরিবের সময় হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতেই নামাজে বসে যান তিনি।

  • ১৪ এপ্রিল ২০২০: করোনাভাইরাস সঙ্কটে অবরুদ্ধ অবস্থায় বন্ধ ছিল পুরান ঢাকার বাবুবাজার সেতু। কেউ যেন সেতু পেরিয়ে আসা-যাওয়া না করতে পারে, তা নজরে রাখছিল সেনা সদস্যরা।

  • ১৫ এপ্রিল ২০২০: করোনাভাইরাস সঙ্কটে যেখানে ঘর থেকে বের হওয়াই বারণ, সেখানে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভে নামতে হয়েছে পোশাক শ্রমিকদের। রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে এই শ্রমিকরা।

  • ২৮ এপ্রিল ২০২০: করোনাভাইরাস সঙ্কটে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো সীমিত পরিসরে খুলতে শুরু করে এক মাস পর।

  • ৯ মে ২০২০: ঢাকার ব্যস্ত বলাকা সিনে কমপ্লেক্স সুনসান, ফটকও বন্ধ। করোনাভাইরাসের বিস্তার রোধে সাত মাস বন্ধ ছিল দেশের সব প্রেক্ষাগৃহ।

  • ৯ মে ২০২০: লকডাউনের মধ্যেও রোজার ঈদের আগে বিপণি বিতান খোলার সুযোগ দেয় সরকার; কিন্তু ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে তখন দোকান খোলেননি ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা।

  • ২০ মে ২০২০: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় বেতনের দাবিতে সড়কে বিক্ষোভে নামে পোশাক শ্রমিকরা; তাদের উপর চড়াও হয় পুলিশ।

  • ২০ মে ২০২০: অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার পর স্থলভাগে তাণ্ডব চালাতে চালাতে অগ্রসর হয় কলকাতার দিকে, এর বিস্তার প্রবেশ করে বাংলাদেশেও।

  • ২৯ মে ২০২০: দুই মাস লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় জনশূন্য কমলাপুর রেল স্টেশনে মরিচা ধরেছিল লাইন ও বগিতে; সীমিত পরিসরে আবার ট্রেন চলাচল শুরুর আগে তাই চলে ঘষা-মাজা।

  • ১ জুন ২০২০: করোনাভাইরাস সঙ্কটে দুই মাস বন্ধ থাকার পর আভ্যন্তরীণ রুটে শুরু হয় বিমান চলাচল। তবে সংক্রমণ এড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালে হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে কাজে ছিলেন বিমান সংস্থাগুলোর কর্মীরা।

  • ১ জুন ২০২০: করোনাভাইরাস সঙ্কটে দুই মাস বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হলেও সংক্রমণ এড়াতে চলার বিধি যায় বদলে। প্রতিটি বাসকে অর্ধেক যাত্রী নিয়ে রওনা হতে হয়।

  • ১০ জুন ২০২০: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনায় ঢাকার ‘রেড জোন’ পূর্ব রাজাবাজার প্রথম অবরুদ্ধ করা হয়।

  • ১২ জুন ২০২০: করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর খোলে ঢাকার বসুন্ধরা শপিং মল।

  • ১৪ জুন ২০২০: করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে সামনের সারিতে ছিল পুলিশ; ফলে এই বাহিনীতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছিল। এই পরিস্থিতিতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পুলিশে চালু হয় যোগ ব্যায়াম।

  • ১৫ জুন ২০২০: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃত এরশাদ আলীকে কাফনের কাপড় পড়ানোর পর সুরক্ষা ব্যাগে ভরা হয় লাশ।

  • ১৬ জুন ২০২০: করোনাভাইরাস মহামারীতে অসুস্থ হয়ে চিকিৎসা পেতে ভোগান্তির উদাহরণ এই ফাতেমা বেগম। ঢাকার মিরপুরের বাসিন্দা ফাতেমা বেগম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনটি হাসপাতাল ঘুরে ভর্তি হতে পারেননি। সবশেষে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন।

  • ২৪ জুন ২০২০: করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল চৌধুরী।

  • ২৪ জুন ২০২০: ঘরের যা ছিল তা পিকআপে চাপিয়ে ঢাকা ছেড়ে ফিরছে বাড়ির পথে। করোনাভাইরাস মহামারীকালে জীবিকা সঙ্কটে পড়ায় অনেকে ঢাকা ছেড়ে রওনা হয় গ্রামে।

  • ২৯ জুন ২০২০: ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার মৃতদেহের সারি। এই নৌ দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়।

  • ০১ জুলাই ২০২০: প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখর থাকার কথা ছিল, কিন্তু মহামারীকালে ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছিল ফাঁকা।

  • ০৫ জুলাই ২০২০: ঢাকার ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ওয়ারী এলাকার ওয়্যার স্ট্রিট এভাবে অবরুদ্ধ করা হয়েছিল।

  • ০৫ জুলাই ২০২০: করোনাভাইরাস মহামারী চিকিৎসা নিয়ে সঙ্কটে পড়ার একটি উদাহরণ এই মনিরুজ্জামান। তিনি ক্যান্সারে আক্রান্ত। ছেলের সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকায় আসেন চিকিৎসার জন্য। চিকিৎসকরা বলেছেন, আগে করোনাভাইরাস পরীক্ষা করাতে। তা করাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন তিনি।

  • ০৬ জুলাই ২০২০: মহামারীর ধাক্কায় স্কুল বিক্রি! করোনাভাইরাস সঙ্কটে ক্লাস বন্ধ বলে শিক্ষার্থীও নেই; আয় নেই, কিন্তু ব্যয় থেমে নেই। তাই ২০০৪ সালে প্রতিষ্ঠিত ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের এই ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ স্কুল চালাতে না পেরে বিক্রির নোটিস ঝুলিয়েছিল। পরে একজনের দানে টিকে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি।

  • ০৯ জুলাই ২০২০: ঢাকার ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকরা কোয়ার্টার ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ গ্রামে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকার বন্ধ করে দেওয়ার চাকরি হারায় ২৫ হাজার শ্রমিক।

  • ১১ জুলাই ২০২০: ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নারীদের কোভিড ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত একজনের এক্সরে রিপোর্ট দেখছেন কর্তব্যরত চিকিৎসক।

  • ১২ জুলাই ২০২০: করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে। তার স্বামী আরিফুল চৌধুরী তার আগেই গ্রেপ্তার হন।

  • ১৬ জুলাই ২০২০: কোভিড-১৯ চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতিতে দেশজুড়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ধরা পড়েন সাতক্ষীরা সীমান্তে; গ্রেপ্তারের পর র‌্যাব তাকে হেলিকপ্টারে উড়িয়ে আনে ঢাকায়।

  • ১৬ জুলাই ২০২০: স্কুলে শিশুদের এমন স্বাভাবিক ছুটোছুটি মহামারীকালে হয়ে উঠেছিল অস্বাভাবিক। টানা বন্ধের মধ্যে স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট নিতে ঢাকার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে এই শিক্ষার্থীরা মেতেছিল খেলায়।

  • ১৭ জুলাই ২০২০: বছরের মাঝামাঝিতে বন্যা দিয়েছিল হানা। সুনামগঞ্জের রাস্তার ঢাল বেয়ে নামছিল বন্যার পানি; সেই পানিতে মাছ ধরছিল এক কিশোর।

  • ২৪ জুলাই ২০২০: চারিদিকে কেবল পানি আর পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি বর্ষণে যমুনা নদীর পানি বেড়ে এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দি ছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অর্ধ শতাধিক গ্রামের মানুষ।

  • ২৫ জুলাই ২০২০: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান আদালতে।

  • ২৭ জুলাই ২০২০: পিপিই পরে কোরবানির হাটে গিয়ে গরু কেনা। করোনাভাইরাস মহামারীকালে সংক্রমণ এড়াতে ঢাকার শ্যামলীর এমদাদুল হকের মতো অনেকেই বের হলে গায়ে জড়াতেন পিপিই।

  • ২৯ জুলাই ২০২০: মহামারীকালে যাত্রী খরায় ট্রেনে উঠল গরু। জামালপুরের ইসলামপুর থেকে কোরবারির গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসে ২৭০টি গরু নিয়ে।

  • ৩০ জুলাই ২০২০: করোনাভাইরাস মহামারীর মধ্যেও কোরবানির ঈদে বাড়ি যেতে ঢাকার সদরঘাটে দক্ষিণাঞ্চলের মানুষের উপচে পড়া ভিড়ে উধাও হয়েছিল স্বাস্থ্যবিধি।

  • ৩০ জুলাই ২০২০: কক্সবাজারের টেকনাফের এই শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত, যা ছিল দেশজুড়ে আলোচিত ঘটনা।

  • ০২ অগাস্ট ২০২০: চামড়ার বাজার মহামারীতে ছিল মন্দা। ঈদের পরদিন চট্টগ্রামের মুরাদপুরে এই চামড়া বিক্রি করতে না পেরে ফেলে গিয়েছিলেন মৌসুমি ব্যবসায়ীরা।

  • ০৭ অগাস্ট ২০২০: রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে পড়ে আছে পর্বতারোহী রেশমা নাহার রত্নার সাইকেলটি; একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি প্রাণ হারান।

  • ১২ অগাস্ট ২০২০: করোনাভাইরাস মহামারীর মধ্যে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

  • ১৮ অগাস্ট ২০২০: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী এস এম ওয়ালিউল ইসলাম ঢাকার তোপখানা সড়কে হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন, কিন্তু করোনাভাইরাস মহামারীর এই সময়ে কেউ তার কাছে যায়নি। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য আরিফুল আরও একজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান এই সরকারি কর্মকর্তাকে। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

  • ২৪ অগাস্ট ২০২০: কুয়েতে বাংলাদেশি কর্মী যাদের নিয়োগপত্রের (আকামা) মেয়াদ শেষ হয়েছিল, করোনাভাইরাস মহামারীকালে তা আর বাড়ানো হয়নি। চাকরিহারা হয়ে কুয়েতের পাট গুটিয়ে ফিরে আসতে হয় এই বাংলাদেশিদের।

  • ২৯ অগাস্ট ২০২০: ঢাকা শহর থেকে ৩০ হাজার কুকুর বাইরে স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত শুনে প্রতিবাদে নামে প্রাণী অধিকার রক্ষার কর্মীরা, তাদের কর্মসূচিতে দেয়ালে রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় মানুষ ও কুকুরের সহাবস্থানের চিত্র।

  • ০৩ সেপ্টেম্বর ২০২০: গভীর রাতে নিজের বাসায় হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে।

  • ০৪ সেপ্টেম্বর ২০২০: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে রাতে এশার নামাজের পর ঘটে বিস্ফোরণ, নিহত হন ২৯ জন। গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছিল।

  • ১১ সেপ্টেম্বর ২০২০: নিখোঁজ হয়ে খবরের শিরোনাম হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পথশিশু জিনিয়া। তাকে ভুলিয়ে নেওয়া হয়েছিল নারায়ণগঞেজ, কয়েকদিন পর আইনশৃ্ঙ্খলা বাহিনী উদ্ধার করে।

  • ১৮ সেপ্টেম্বর ২০২০: হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তার মরদেহ পুরান ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে গেন্ডারিয়ার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে লাশবাহী গাড়ি ঘিরে অনুসারীদের ভিড়।

  • ২২ সেপ্টেম্বর ২০২০: সৌদি আরব যেতে বিমানের টিকেটে না পেয়ে চাকরি হারানোর শঙ্কায় ঢাকার কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে বিক্ষোভে প্রবাসীরা।

  • ৩০ সেপ্টেম্বর ২০২০: নির্দোষ হয়েও ঋণ জালিয়াতির মামলায় তিন বছর জেল খেটেছিলেন জাহালম। হাই কোর্ট তাকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলে সন্তোষ প্রকাশে তার এই বিজয় চিহ্ন প্রদর্শন।

  • ০৩ অক্টোবর ২০২০: করোনাভাইরাস মহামারীতে টানা বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, হলে থাকায়ও নিষেধাজ্ঞা। যাদের স্নাতকোত্তর শেষের পথে, চাকরি যুদ্ধের প্রস্তুতি নিতে তারা হলে থাকতে পারছেন না বলে সব কিছু নিয়ে মেস কিংবা অন্য কোথাও নতুন ঠিকানা নিচ্ছেন।

  • ০৫ অক্টোবর ২০২০: ফজলুর রহমানের এই কান্না সঙ্কটকালের অবলম্বন রিকশাটি হারানোর কারণে। জিগাতলায় ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে তার রিকশাটিও তুলে নেওয়া হয়। ফজলুর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন তিনি। খবরের শিরোনাম হওয়ার পর অনেকে এগিয়ে আসে তার পাশে।

  • ০৮ অক্টোবর ২০২০: নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে গৃহবধুকে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ।

  • ০৯ অক্টোবর ২০২০: রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র উপস্থাপনের পর গুলশানে ভারত ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

  • ১৩ অক্টোবর ২০২০: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন ঘিরে সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর জেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন)।

  • ১৬ অক্টোবর ২০২০: করোনাভাইরাস মহামারীতে দীর্ঘ বিরতির পর সিনেমা হল খুলল। তবে প্রথম দিন হলে তেমন দর্শক দেখা যায়নি।

  • ২২ অক্টোবর ২০২০: টিসিবির আলু কিনতে ক্রেতাদের দীর্ঘ সারি। আলুর দাম হঠাৎ বেড়ে গেলে নাভিঃশ্বাস ওঠে সাধারণ মানুষের।

  • ২৬ অক্টোবর ২০২০: নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর পুরান ঢাকার সোয়ারি ঘাট এলাকায় সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে ইরফান সেলিমকে আটক করে র‌্যাব। ওই বাসা থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ উদ্ধারের কথা জানানো হয়।

  • ২৯ অক্টোবর ২০২০: লালমনিরহাটের বুড়িমারী বাজারে কোরআন অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে একদল মানুষ।

  • ০১ নভেম্বর ২০২০: ধর্ম অবমাননার ধুয়া তুলে মাইকে প্রচার চালিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়ি।

  • ০৬ নভেম্বর ২০২০: বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য প্রথমবারের মতো চালু হল আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার কামরাঙ্গীরচরে চালু হওয়া মাদ্রাসাটির নাম দেওয়া হয়েছে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’।

  • ১০ নভেম্বর ২০২০: ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

  • ১২ নভেম্বর ২০২০: ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়। এসব মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

  • ১৯ নভেম্বর ২০২০: যাবজ্জীবন কারাদণ্ড হল মজনু মিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় তাকে এই দণ্ড দেয় আদালত।

  • ২১ নভেম্বর ২০২০: ঢাকার মেরুল বাড্ডায় ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করে র‌্যাব।

  • ০৪ ডিসেম্বর ২০২০: ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামের বিরোধিতার মধ্যে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা।

  • ০৪ ডিসেম্বর ২০২০: ব্যাপক আলোচনার পর কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসারচরে স্থানান্তর শুরু হল। উখিয়া থেকে আসা ১ হাজার ৬৪২ জনকে নৌবাহিনীর সাতটি জাহাজে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দল চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরে রওনা হয়।

  • ০৯ ডিসেম্বর ২০২০: পদ্মা সেতুর টু-এফ নম্বর স্প্যানটি বসানো হয় মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর। যে ৪১টি স্প্যান বসিয়ে পুরো সেতু তৈরি হচ্ছে, এটি ছিল তার সর্বশেষ। ফলে এই স্প্যানটি বসানোর মধ্য দিয়েই সেতুর মূল কাঠামোর পুরোটা দৃশ্যমান হয়।