ক্যাটাগরি

চট্টগ্রামে আবারও মাদ্রাসাছাত্রকে পিটুনি, শিক্ষক গ্রেপ্তার

আহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে
মোহাম্মদ কাউছার (২১) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান বোয়ালখালী থানার
ওসি মো. আবদুল করিম।

কাউছার বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী
এলাকার নুরিয়া সিদ্দিকিয়া হাফেজখানা ও মীর ছমুদা এতিমখানার শিক্ষক।

ওসি আবদুল করিম বলেন, বুধবার রাতে
শিক্ষক কাউছারের বেদম মারধরে ওই হাফেজখানার নয় বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা
জানতে পেরে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করায়।

এবার ফটিকছড়িতে মাদ্রাসাছাত্রকে মারধর, শিক্ষক গ্রেপ্তার

মায়ের পেছন পেছন যাওয়ায় ছাত্রকে বেধড়ক পেটালেন মাদ্রাসা শিক্ষক
 

স্থানীয় সাংবাদিকরা জানান, ওই শিশু
রাতে নিজের বিছানা পরিষ্কার করে ময়লা ফেলার জন্য বাইরে যায়। মাদ্রাসায় আসার পর শিক্ষক
কাউছার তাকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তার জ্বরও আসে।

শিশুর পরিবারের পক্ষ থেকে বিষয়টি
থানায় জানানো হলে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শিশুটি একবছর ধরে ওই মাদ্রাসায় পড়ালেখা
করছে।

বোয়ালখালীর ওসি বলেন, এই ঘটনায় শিশুর
পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে, সেখানে কাউছারকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে গত ৯ মার্চ হাটহাজারী পৌর এলাকার
আল মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির
শিক্ষক ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়।

এরপর গত মঙ্গলবার ফটিকছড়িতে ছাত্রকে
মারধরের ঘটনায় উত্তর পাইন্দংয়ের হযরত ঈমাম-এ-আযম আবু হানিফা (রা:) গাউছিয়া সুন্নিয়া
হেফজ ও এতিমখানার শিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।