শুরুতে এই বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। পরে পিছিয়ে নেওয়া হয় বছরের শেষে। সেই সময়েও আয়োজনের বাস্তবতা দেখছে না আইসিসি। এক বিবৃতিতে বৃহস্পতিবার লম্বা সময়ের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
একইভাবে দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে ২০২২ আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারও। এটি হবে ২০২১ সালের ডিসেম্বরে।
মেয়েদের ওয়ানডেতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। তুলে দেওয়া হয়েছে পাঁচ ওভারের বাধ্যতামূলক ব্যাটিং পাওয়ার প্লে। একই সঙ্গে টাই হওয়া ম্যাচের ফল নির্ধারণ হবে সুপার ওভারে।
আইসিসি বোর্ড বড় আসরগুলোতে স্কোয়াডে সাতজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে বয়সভিত্তিক দলের বাইরের আইসিসি টুর্নামেন্টগুলোয়, যেখানে দলগুলোর কোয়ারেন্টিনে কিংবা জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হবে।