ক্যাটাগরি

আরও ১০০% নগদ লভ্যাংশ দিচ্ছে বার্জার

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
ওয়েবসাইটে কোম্পানির চূড়ান্ত লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়।

সব মিলে ২০২১-২২ সালে বিনিয়োগকারীদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বার্জার।

এর আগে দেওয়া ৩০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন
লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন।

চূড়ান্ত লভ্যাংশ জানানোর দিনে পুরো বছরের মুনাফা বাড়ারও খবর
দিয়েছে বার্জার।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২
সালে এ কোম্পানি প্রতি শেয়ারে ৬২ টাকা ৬৮
পয়সা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৯১ শতাংশ বেশি।

আগের বছর বার্জারের শেয়ার প্রতি
মুনাফা ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

এই সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ ৭২ টাকা ১০ পয়সা থেকে কমে ৬৩
টাকা ৪৩ পয়সা হয়েছে।

বছর শেষে শেয়ারপ্রতি নগদ সম্পদ মূল্য হয়েছে ২২৭ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ২৩২ টাকা ২৯ পয়সা ছিল।

শেয়ার প্রতি সম্পদ মূল্য ও শেয়ারপ্রতি নগদ অর্থ
প্রবাহ কেন কমেছে জানতে চাইলে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি সচিব
আবু জাফর সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বছর মুনাফা করেছি ৬২
পয়সার মত, কিন্তু লভ্যাংশ দিয়েছি প্রতি শেয়ারে ৩০ টাকা। আর গত বছর ছিল ৩৭ টাকা। সে
কারণে আমাদের শেয়ারপ্রতি সম্পদ মূল্য কমেছে।

“আর এ বছর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমরা কিছু
বেশি পণ্য তৈরি করে রেখেছি, সেখানে আমাদের টাকা আটকে গেছে।”

লভ্যাংশ ঘোষণার পরে পুঁজিবাজারে বার্জার
পেইন্টসের শেয়ারের দাম কমেছে।

সোমবার বার্জারের শেয়ার বিক্রি হচ্ছিল
১ হাজার ৭৪৬ টাকা ৭০ পয়সায়। মঙ্গলবার বেলা ১২টা ৪৯ মিনিটে তা ৬ টাকা ৭০ পয়সা কমে ১
হাজার ৭৪০ টাকা হয়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির
শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯-২০ অর্থবছরে বার্জার ২৪২ কোটি ২১ লাখ টাকা মুনাফা
করেছিল; লভ্যাংশ
দিয়েছিল শেয়ার প্রতি ২৯ টাকা ৫০ পয়সা।

পরের অর্থবছরে মুনাফা হয় ২৬৯ কোটি ১৫ লাখ টাকা। লভ্যাংশ দেওয়া হয় ৩৭ টাকা ৫০।

পুঁজিবাজারে এ কোম্পানির ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি শেয়ার
রয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩ দশমিক ৭৩ শতাংশ শেয়ার, বিদেশিদের
হাতে দশমিক ১৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের
হাতে রয়েছে ১ দশমিক ১৪ শতাংশ শেয়ার।

বার্জার বাংলাদেশ লিমিটেডের বর্তমান বাজার
মূলধন ৮ হাজার ১০০ কোটি ৮২ লাখ টাকা।
পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৮ লাখ টাকা; রিজার্ভের
পরিমাণ ১ হাজার ৩২ কোটি ৯৯
লাখ টাকা।