কনসার্টে
অংশ নিয়ে কলকাতায় গিয়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয় শ্রোতাদের কাছে কে কে নামে পরিচিত এ
শিল্পীর।
বৃহস্পতিবার
বিকালে মুম্বাইয়ের ভারসোভা হিন্দু শ্মশানে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হয়েছে; দীর্ঘদিনের
সহকর্মীকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন শ্রেয়া ঘোষাল।
কে কে’র
শেষ যাত্রায় ছিলেন হরিহরণ, জাভেদ আখতার, অলকা ইয়াগনিক, শঙ্কর মহাদেব, অভিজিৎ ভট্টাচার্য,
জাভেদ আলী, সেলিম মার্চেন্ট, নির্মাতা বিশাল ভরদ্বাজ, কবির খানসহ আরও অনেকে।
ধর্মীয়
রীতি মেনে শেষকৃত্যের আনু্ষ্ঠানিকতায় ছিলেন কে কে’র পুত্র নকুল কুষ্ণা; এ গায়কের স্ত্রী
জ্যোতি কৃষ্ণা তার স্বামীকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
শশ্মানে
কে কে’র একটি ছবি পাতা হয়েছে; তাকে একটি ফুলের মালা শোভা পেয়েছে।
এর আগে
বুধবার রাতে কে কে’র মরদেহ কলকাতা থেকে বিমানে মুম্বাই আনা হয়েছে; বৃহস্পতিবার সকাল
থেকে তার ভারসোভা পার্ক কমপ্লেক্সের বাসায় বলিউডের সংগীতশিল্পী, নির্মাতা ও অভিনয়শিল্পীরা
হাজির হতে থাকেন।
দুপুরের
পর মরদেহ নিয়ে ভারসোভা হিন্দু শ্মশানের পথে কে কে’র শেষ যাত্রায় অগ্রভাগে ছিলেন তার
ছেলে নকুল; সঙ্গে বলিউডের শিল্পীদেরও দেখা গেছে।
এর আগে
কলকাতার রবীন্দ্র সদনে কে কেকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়;
‘হাম, রেহে আ না রেহে কাল’ গানে তাকে বিদায় জানিয়েছেন অনুরাগীরা।